Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৫

চলমান উন্নয়ন প্রকল্পসমুহের হালনাগাদ অগ্রগতি

                                                                                                                                                                                                                                                     আর্থিক ব্যয়: লক্ষ টাকায়

ক্রঃ নং

প্রকল্পের নাম

জুন’২৪ পর্যন্ত অর্জন

এডিপি বরাদ্দ

(২০২৪-২৫)

২০২৪-২৫ অর্থ বছরের এপ্রিল’ ২০২৫ পর্যন্ত অগ্রগতি

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত অগ্রগতি

বাস্তব অগ্রগতির বিবরণ    

আর্থিক
বাস্তব
আর্থিক
বাস্তব
আর্থিক
বাস্তব

এ্যাকারেজ ব্লক- ১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ প্রকল্প (১ম সংশোধিত)। ১৪১৮৯.০০

৮০.৮১%

২৩৫০০.০০ ২২১৩৮.১৯ ১৪.৭৫%

৩৬৩২৭.১৯

৯৫.৫৬%

এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর প্রকল্প এলাকায় সর্বমোট ৮৬৫ বর্গকিলোমিটার ডাটা এ্যকুইজিশন, প্রসেসিং, ইন্টারপ্রিটেশন, পেট্রোফিজিক্যাল এনালাইসিস, স্ট্যাটিক ও ডাইনামিক মডেলিং, হাইড্রোকার্বন রিসোর্স এস্টিমেশন, ফিল্ড ডেভলম্যান্ট প্লান এবং ১১ টি ড্রিলেবল কূপ লোকেশন চিহ্নিতকরণ সম্পন্ন হয়েছে। উক্ত প্রসপেক্টসমূহে সর্বমোট ২৫২৯.১৯ বিসিএফ গ্যাস ও ৮৮.৬৪ মিলিয়ন ব্যারেল তেলের রিসোর্স এসটিমেট করা হয়েছে।

এছাড়া বর্ধিত কুড়িগাঁও (১২৯ বর্গকিলোমিটার) এলাকায় সার্ভিস প্রোভাইডার BGP Inc., China কর্তৃক গত ২১-১১-২০২৪ তারিখ হতে ৩ডি সাইসমিক জরিপ সম্পাদনের লক্ষ্যে সার্ভে, শট-হোল ড্রিলিং ও এক্সপ্লোসিভ লোডিং শুরু করে ০৯-০১-২০২৫ তারিখ ডাটা এ্যকুইজিশন/রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। এ্যকুইজিশন/রেকর্ডিংকৃত ডাটাসমূহ ডাউনলোড করে প্রসেসিং ও ইন্টারপ্রিটেশনের জন্য চীনে অবস্থিত BGP Inc., China এর ডাটা সেন্টার-এ ১৮-০১-২০২৫ তারিখ প্রেরণ করা হয়েছে। বর্তমানে কুইজিশনকৃত ডাটা প্রসেসিং ও ইন্টারপ্রিটেশন এর কাজ চলমান রয়েছে।

সিলেট ১০নং কূপ (অনুসন্ধান কূপ) খনন (১ম সংশোধিত)। ১৮৩১৫.১৭ ৪১.৪৫% ৬২৭৫.০০ ৬২৬৬.৭১ ২৯.২৭% ২৪৫৮১.৮৮ ৭০.৭২% কূপ খনন সম্পন্ন করে ২৬-১১-২০২৩ তারিখে ১ম ডিএসটি চলাকালীন দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট হারে ফ্লো এর বিপরীতে ওয়েলহেড প্রেসার ৩২৫০ পিএসআইজি পাওয়া গেছে। উক্ত কূপ হতে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা যায়।  গ্যাস প্রাপ্তি সাপেক্ষে গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং নতুন একটি গ্যাস কূপ সিলেট-১০এক্স এর জন্য CCDC, China কর্তৃক দাখিলকৃত ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী রিগ ফাউন্ডেশন সম্প্রসারণের জন্য দরপত্র আহবানের প্রক্রিয়া চলমান রয়েছে। চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠান CCDC, China কর্তৃক খনন রিগ ও আনুসাংগিক যন্ত্রপাতি, তৃতীয় পক্ষীয় প্রকৌশল কাজের যন্ত্রপাতি ও অন্যান্য আনুসাংগিক, খনন মালামাল এবং প্রয়োজনীয় জনবল খনন সাইটে মবিলাইজেশনের জন্য ২৫-০২-২০২৫ তারিখে ঠিকাদারকে পত্র প্রেরণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠান CCDC, China এর অনুকূলে Letter of Credit (LC) খোলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চুক্তিবদ্ধ স্থানীয় ঠিকাদার মেসার্স বেলাল এন্টারপ্রাইজ-এর  মাধ্যমে সিলেট-১০ এক্স নং কূপ খননের জন্য প্রয়োজনীয় রিগ ফাউন্ডেশন সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। 
হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট স্থাপন (১ম সংশোধিত)। ৭৫৩০.০০ ৭৭.৬৩% ৭১৩৫.০০ ৬৬১৮.১৫ ২২.১৫% ১৪১৪৮.১৫ ৯৯.৭৮% প্রসেস প্লান্ট স্থাপন কাজ এবং প্রি-কমিশনিং সম্পন্ন হয়েছে। ১৭-১১-২০২৪ তারিখ হতে প্লান্টের কমিশনিং শুরু হয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী নভেম্বর ২০২৪ এর মধ্যে Commissioning এবং ডিসেম্বর ২০২৪ এর মধ্যে টেস্ট রান সফলভাবে সম্পন্ন করে বর্তমানে উক্ত প্লান্টের মাধ্যমে দৈনিক কমবেশি ১১.৫০ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ ও সিলেট-৭নং কূপ ওয়ার্কওভার (১ম সংশোধিত)। ৫৫০০.০০ ৭৭.০৭% ২০১৫৬.০০ ১৯৯৬৯.২৮ ২২.৯২% ২৫৪৬৯.২৮ ৯৯.৯৯% কৈলাশটিলা-২নং কূপ হতে ২৩-১১-২০২৩ তারিখ থেকে দৈনিক ৬.২ মিলিয়ন ঘনফুট, রশিদপুর-২ নং কূপ হতে ০৯-০২-২০২৪ তারিখ থেকে দৈনিক ৮.৩ মিলিয়ন ঘনফুট ও সিলেট-৭নং কূপ হতে ০৪-১১-২০২৪ তারিখ হতে দৈনিক ৮.২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস  উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় এবং বর্তমানে উৎপাদন অব্যাহত রয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে কূপগুলো হতে দৈনিক প্রায় ২৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্নভাবে সঞ্চালিত হচ্ছে। 
সিলেট-১১ (উন্নয়ন কূপ)  ও রশিদপুর- ১৩ (অনূসন্ধান কূপ)  কূপ খনন প্রকল্প।  ০.০০ - ৪৫৮.০০ ৫৮.৬৫ ১৪.২৯% ৫৮.৬৫ ১৪.২৯% ১৫-১০-২০২৪ তারিখে খনন ঠিকাদার Sinopec International Petroleum Service Corporation, China এর সহিত টার্ন-কি ভিত্তিতে ০২(দুই) টি কূপ খনন বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রশিদপুর-১৩ নং কূপের জন্য ৯.৭৭৮ একর ভুমি অধিযাচন ও সিলেট-১১ নং কূপের জন্য ৩.৯৩১ একর ভূমি অধিগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।  এছাড়া প্রকল্পের বৈদেশিক পরামর্শক সেবা সংগ্রহের নিমিত্ত ০৯-০১-২০২৫ তারিখ EOI (Expression of Interest) আহবানের বিপরীতে ৩০-০১-২০২৫ তারিখে প্রাপ্ত ৯ টি আবেদনপত্র হতে মূল্যায়নে উত্তীর্ণ ৬ টি প্রতিষ্ঠানের নিকট ১৮-০৩-২০২৫ তারিখে Request of Proposal (RFP) প্রেরণ করা হয়েছে এবং এর প্রেক্ষিতে দরপ্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২ নং কূপ ওয়ার্কওভার প্রকল্প।  - - ৭৫.০০ ৯.৪৪ ৬.৬৬% ৯.৪৪ ৬.৬৬%

রশিদপুর-৩নং কূপের রিগ ফাউন্ডেশন মডিফিকেশনের জন্য নির্বাচিত ঠিকাদারের সাথে ১৮-০৩-২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ঠিকাদার ইতোমধ্যে কাজ শুরু করেছে। 

কৈলাশটিলা-১নং এবং বিয়ানীবাজার-২নং কূপের রিগ ফাউন্ডেশন মডিফিকেশনের জন্য নির্বাচিত ঠিকাদারের সাথে ২০-০৪-২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ঠিকাদার ইতোমধ্যে কাজ শুরু করেছে। 

রশিদপুর-১১ (অনূসন্ধান কূপ)  কূপ খনন প্রকল্প। - - ৩১.০০ ২২.০০ ০.০৯% ২২.০০ ০.০৯% রশিদপুর-১১ নং কূপ (অনুসন্ধান কূপ) খননের মালামাল, প্রকৌশল সেবা, মোবিলাইজেশন ও ডিমোবিলাইজেশন ইত্যাদিসহ খনন অপারেশনের কাজের জন্য Turn-key ভিত্তিতে ঠিকাদারী প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC) এর সাথে বৈদেশিক মুদ্রায় ৪,৩২,৪১,৪৩০.০০ মার্কিন ডলার এবং স্থানীয় মুদ্রায় ১১৭,০৯,০৮,২৮০.০০ টাকায় ১৭-০২-২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উক্ত কূপের ভূমি অধিযাচন প্রক্রিয়া চলমান রয়েছে। 
ডুপিটিলা-১ ও কৈলাশটিলা -৯  (অনূসন্ধান কূপ)  কূপ খনন প্রকল্প।  - - ১০.০০ ১০.০০ ৪.৪৮% ১০.০০ ৪.৪৮%

ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯  (অনূসন্ধান কূপ) কূপ ২টির Land Requisition এর প্রক্রিয়া চলমান রয়েছে। ডুপিটিলা-১ নং কূপ (অনুসন্ধান কূপ) খননের মালামাল, প্রকৌশল সেবা, মোবিলাইজেশন ও ডিমোবিলাইজেশন ইত্যাদিসহ খনন অপারেশনের কাজের জন্য আহবানকৃত দরপত্রের বিপরীতে প্রাপ্ত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান CCDC, Chaina এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া উক্ত কূপ ২টির জন্য বৈদেশিক পরামর্শক সেবা গ্রহণের নিমিত্ত পরামর্শক প্রতিষ্ঠানের নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

সূত্র:  আইএমইডি-০৫/২০০৩ রিপোর্ট (এপ্রিল ২০২৫)